
ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ শুক্রবার গাজীপুর জেলার জয়দেবপুর শহীদ বরকত স্টেডিয়াম মাঠে জুয়ার আসর হতে সঙ্গীয় পুলিশ ফোর্সের সাহায্যে আরমান আলী নামে একজনকে আটক করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়। আসামী আরমান আলী জানায়, গতকাল মধ্যরাত থেকে তারা ৭ জন মিলে জুয়া খেলতে শুরু করে টাকার বাজিতে। বাকিরা পালিয়ে গেলেও আরমান তাদের একজনের নাম ঠিকানা জানিয়েছে। প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায় আসামী আরমানকে দোষ স্বীকার করায় ২ জন সাক্ষীর উপস্থিতিতে ঘটনাস্থলেই ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মোবইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস।
