গাজীপুর জেলা আন্ত:স্কুল কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
60
728×90 Banner

স্টাফ রিপোর্টার : ইন্টারন্যাশনাল কারাতে ইউনিয়ন বাংলাদেশ এর আয়োজনে গাজীপুর জেলা আন্ত:স্কুল কারাতে প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল গাজীপুর জেলার টংগী নদী বন্দর এলাকায় সংগঠনের নতুন কার্যালয়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কারাতে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কাতা ও কুমিতে বয়স ভিত্তিক বিভিন্ন ইভেন্টে ২৭ শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায়
৬ টি স্বর্ণ  ২টি রৌপ্য ও  ৪টি তাম্র  পদক পেয়ে  হাজী সাইদ ল্যাবরেটরি স্কুল প্রথম স্থান, হাজী পেয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২টি স্বর্ণ ৪টি রৌপ্য ও ৪টি তাম্র পদক পেয়ে দ্বিতীয় স্থান এবং ১টি রৌপ্য ও ১০টি তাম্র পদক পেয়ে তৃতীয় স্থান অর্জন করে টঙ্গীর সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি সৈয়দ আতিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সেনসি আব্দুল্লাহ আল মামুন, শেকানুল ইসলাম শাহী, সেনসি জামাল উদ্দিন চৌধুরী, সাঈদ মাহমুদ, জসিম উদ্দিন, রনি ও জাহিদ হাসান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here