ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর জেলা পুলিশের আয়োজনে শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার ঈদগাঁ মাঠে মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর পরিকল্পনা ও বাস্তবায়নে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়ার সার্বিক তত্ত্বাবধানে ফুটবল টুর্নামেন্টে সভাপতিত্ব করেন তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর বাক্কু। ফুটবল খেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল গণি ভূইয়া,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গোলাম সবুর, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম, মেম্বার মাহফুজুর রহমান ও আরমান হোসেন রুবেল প্রমুখ। খেলা শুরুর আগে পুলিশ সুপার উভয় দলের খেলোয়াড়দের মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদ বিরোধী শপথ পাঠ করান।
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মাহফুজুর রহমান মেম্বার ৭ নম্বর ওয়ার্ড ১-০গোলে ফালন মেম্বার ৪ নম্বর ওয়ার্ড কে পরাজিত করেছে। সৈকত পালমা দলের জয়সূচক গোলটি করেন। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদ প্রতিরোধে-সমাজ গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এ স্লোগান সম্বলিত জার্সি পুলিশ সুপার তাদের প্রদান করেন।