গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিডি ক্লিনের সহযোগিতায় পুকুর পরিস্কার শুরু

0
17
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগরীর মধ্যে অবস্থিত পরিত্যক্ত ও দখলকৃত সরকারি পুকুর গুলো পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিনের নির্দেশনায় এ কার্যাক্রম শুরু হয়েছে। আজ শুক্রবার (৮ নভেম্বর) সকালে মহানগরীর জয়দেবপুর রানী বিলাসমনি বিদ্যালয়ের পাশে অবস্থিত সরকারি পুকুরের কচুরীপানা ও ময়লা আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্নতা শুরু করেন বিডি ক্লিনের সাড়ে তিন শতাধিক সদস্য। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসক নাফিসা আরেফিনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমটি বাস্তবায়ন করা হচ্ছে। এই কার্যক্রমে সহযোগিতা করছেন বিডি ক্লিনের সাড়ে তিন শতাধিক সদস্য। শুষ্ক মৌসুমে মহানগরীর বিভিন্ন এলাকায় অগ্নিকান্ড ঘটলে ফায়ার সার্ভিস পানি পায় না, যে কোন অগ্নি দুর্ঘটনায় যাতে সহজে পানি সরবরাহ পাওয়া যায়, পুকুরের আবদ্দ পানিতে ডেঙ্গু উৎপাদন যাতে না হয় এবং মহানগরীর সৌন্দর্য বর্ধন করার জন্য উন্মুক্ত জলাশয় হিসেবে পুকুরগুলোর সংস্কার-পরিষ্কার পরিচ্ছন্নতার এ উদ্যোগ নেওয়া হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: কায়সার খুসরু বলেন, জেলা প্রশাসক নাফিসা আরেফিন প্রথম অবস্থায় মহানগরীর প্রথমে পাঁচটি পুকুরকে বাছাই করেছেন। তারই অংশ হিসেবে শুক্রবার এই পুকুরটি পরিষ্কার শুরু হয়েছে। ধারাবাহিকভাবে দখল ও দুষণ হওয়া পুকুরগুলো উচ্ছেদ ও পরিস্কার করা হবে। পুকুরগুলোর সংস্কার-পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: কায়সার খসরু, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অভ্র জোতি বড়াল, গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) রুকসানা খাইরুন্নেসা, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনির হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের গাজীপুরের সাধারণ সম্পাদক হাসান ইউসুফ খান, বাংলাদেশ নদী পরিব্রাজক দল গাজীপুর জেলা শাখা সাধারণ সম্পাদক এম. আসাদুজ্জামান সাদসহ বাংলাদেশ জলাভূমি পুকুর রক্ষা কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোঃ বায়েজীদ হোসেন ও মহাসচিব মোঃ শফিকুল ইসলাম জিতু সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here