ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে তিনশ’ কম্বল বিতরণ হয়েছে। বুধবার রাতে ডিসি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর গাজীপুরের প্রাণকেন্দ্র জয়দেবপুর রেলওয়ে স্টেশনে এ কম্বল বিতরণ করেন।
এ সময় তিনি তিনশ’ কম্বল বিতরণ করেন। তাকে সহযোগিতা করেন রেলওয়ে পুলিশ ও আনসার সদস্যরা। তার সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণের বিষয়টি নিশ্চিত করেছেন ডিসি নাজির রফিকুল ইসলাম।