গাজীপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার প্রস্তুতিমূলক সভা

0
188
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শিক্ষানবীশ নতুন খেলোয়ার তৈরির লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা রবিবার বিকেলে গাজীপুর সার্কেট হাউজ মিলনায়তনে গাজীপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ইসরাত জিন্নাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসনে আরা সিদ্দিকী জুলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। শিক্ষানবীশ নতুন খেলোয়ার তৈরী লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের কেন্দ্রীয় কমিটির সদস্য, ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফিরোজা করিম নেলী, জাতীয় বাস্কেট বল কোচ রঞ্জত চন্দ্র দাস, গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা হোসেন, কামরুল নাহার প্রিয়া, জয়দেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুন নেছা, গাজীপুর জেলা সিনিয়র সহকারী কমিশনার ও আর ডিসি হাফিজা জেসমিন, সহকারী কমিশনার মনীসা আহম্মেদ, উম্মে হাবিবা ফারজানা, এস কে সাইবশ জেরিন, মহিলা ক্রীড়া সংগঠক আয়শা খাতুন সেলী, সালমা আক্তার জাহান, ফাতেমাতুজ জহুরা, কাজী রাজিয়া সরকারী বলিবল চোক মেসবা উদ্দিন, সাবেক মহিলা কাউন্সিলর মেজবাহার বেগম প্রমুখ। কাবাডি, ফুটবল ও বলিবল খেলোয়ার তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here