Daily Gazipur Online

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের কার্য নির্বাহী কমিটির শপথ গ্রহন

মোঃ বায়েজীদ হোসেন : আজ শনিবার ১৪ নভেম্বর গাজীপুর মহানগরীরর রাজবাড়ী রোডস্থ চিকেন চিলি চাইনিজ রেস্টুরেন্টে বেলা ১১ ঘটিকায় গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের নব-নির্বাচিত ২১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী পরিষদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। কার্য নির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান ক্লাবের প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষনা পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। ক্লাবের উপদেষ্টা হাজী এ্যাড. মোঃ আতাউর রহমান (আকাঁশ) সভাপতিত্বে ও এ্যাড. লাবীব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর জজ কোর্টের অতিরিক্ত জিপি এ্যাড. দেওয়ান আবুল কাশেম, বাংলাদেশ কৃষি ব্যাংক, গাজীপুর মুখ্য আঞ্চলিক কার্যালয়ের মুখ্য কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, বিশিষ্ট কলামিষ্ট মোঃ ফজলুল হক মুক্তা ও জাতীয় কবিতা পরিষদ, গাজীপুর জেলা শাখার সভাপতি কবি আবু নাসির খান তপন প্রমুখ। এসময় ক্লাবের নির্বাচিত ২১ সদস্য সহ ক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।