
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা মোঃ আক্তারুজ্জামান এর মা আছিয়া খাতুন এর মৃত্যুতে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ১৮ ডিসেম্বর শুক্রবার বিকেলে ক্লাবের কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি রোমান শাহ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ ফরিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ও ক্লাবের উপদেষ্টা মোঃ আক্তারুজ্জামান।
আলোচনা শেষে মরহুমার আত্মার মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, লায়ন মোঃ গনি মিয়া বাবুল। উল্লেখ্য যে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা মোঃ আক্তারুজ্জামান এর মা আছিয়া খাতুন (৮৫) গত ১৩ ডিসেম্বর রবিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্যগণ, নির্বাহী কমিটির কর্মকর্তাগণ, সদস্যবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
