ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ শনিবার সকাল ১১টায় গাজীপুর শহরের রাজবাড়ী রোডস্থ চিকেন চিলি চাইনিজ রেষ্টুরেন্ট এ গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বাৎসরিক দোওয়া ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মোঃ রোমান শাহ্ আলম এর সভাপতিত্বে ও এম.এ.ফরিদ এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড. মোঃ লাবীব উদ্দিন, উপদেষ্টা, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আক্তারুজ্জামান ব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ফুলবাড়ীয়া বাজার শাখা, গাজীপুর, ক্লাবের উপদেষ্টা মোঃ সিরাজ উদ্দিন ও ফজলুল হক মুক্তা, অধ্যাপক ডা. মোঃ লোকমান হোসেন (পিএইচডি- ভারত) দি পপুলার হোমিও হল, কেবির মার্কেট, গাজীপুর ও মোঃ কামরুজ্জামান, সভাপতি, বাংলাদেশ কবিকন্ঠ। অভ্যর্থনায় ছিলেন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম জিতু। ছবিতে বক্তব্য দিতে দেখা যাচ্ছে দৈনিক নওরোজ পত্রিকার স্টাফ রিপোর্টার (গাজীপুর) ও গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মোঃ বায়েজীদ হোসেন কে। এসময় ক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।