

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর প্রেস ক্লাবের ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। নির্বাচিত কমিটির সভাপতি পদে দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার, গাজীপুর মোস্তাফিজুর রহমান টিটু এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি শাহ সামছুল হক রিপন আবারও নির্বাচিত হয়েছেন। সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার বেলাল হোসেন আনুষ্ঠানিকভাবে কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন।
নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি- দেলোয়ার হোসেন সহ-সভাপতি- মো. রেজাউল বারী বাবুল যুগ্ম- সম্পাদক- হাসমত আলী সাংগঠনিক সম্পাদক- কামাল হোসেন বাবুল, কোষাধ্যক্ষ- মিলটন খন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক- আবুল হাসান, দপ্তর সম্পাদক- হাসিব খান ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক- আব্দুল গাফফার। নির্বাহী সদস্যরা হলেন- আমিনুল রুহুল আমিন সজীব, মনিরুজ্জামান, দেলোয়ার হোসেন ও জহিরুল ইসলাম।
