
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খানের পক্ষ থেকে মরকুন মধ্যপাড়া এলাকায় করোনা ভাইরাসে লকডাউনে থাকা নিম্ন আয়ের ঘরবন্ধি ৫শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কৃষকলীগের সভাপতি, ৪৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো: হেলাল উদ্দিন, টঙ্গী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রজব আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হামিদা বেগম, টঙ্গী পূর্ব থানা কৃষকলীগের সভাপতি মোস্তফা কামাল, গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ী শাখার রাজস্ব কর্মকর্তা নাজমুল হক, বাংলাদেশ সুপীমকোর্ট আইনজীবী এড. নাদিম আহমেদ মিশুল, গাজীপুর মহানগর তাঁতীলীগের সাধারণ সম্পাদক শাহ মো: আমান, বিশিষ্ট ব্যবসায়ী শাহীন মোহাম্মদ শরীফ, আওয়ামীলীগ নেতা হাজী মো: আনোয়ার হোসেন, আহসান উল্লাহ, শাহ আলম ডালী রানা, ডা: ফারুক আহমেদ মাষ্টার, তাজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা ঘরবন্ধি নিম্ন আয়ের ৫শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
