গাজীপুর মহানগর ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে উঠান বৈঠক

0
119
728×90 Banner

মোঃ শাহজালাল দেওয়ান : গাজীপুর মহানগর ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ সেলিম ও মহানগর ৪৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ইয়াসিন এর উদ্যোগে শুক্রবার রাতে ঢাকা ডাইং রোড এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ শ্লোগানকে সামনে রেখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে গাজীপুর মহানগর ৪৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য বিষয়ক উঠান বৈঠক ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। ৪৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী আজগর আলীর সভাপতিত্বে ও গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রশিদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন মনি সরকার,টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বাপ্পি লস্কর,টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়েশা আক্তার আশা,পাগার বাড়িওয়ালা কল্যাণ সমিতির সভাপতি মমিন সরকার,এটলাস বাংলাদেশ শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান কিবরিয়া মুন, টঙ্গী থানা যুবলীগ নেতা জসিম মাদবর,৪৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা আলমগীর হোসেন, বাদশা মিয়া রুবেল খান,নজরুল ইসলাম,পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা শুকুর আলী,মমিন খান, সাইফুল ইসলাম,৪৩ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আল আমিন ও শাহজালাল প্রমুখ । ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ সেলিম এসময় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড উল্লেখ্য করে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার সুদক্ষ পরিকল্পনা ও পরিচালনায় পদ্মা সেতু, মেট্রোরেল ও বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ সহ মেঘা প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচুকরে দঁড়িয়েছে। তিনি আরওে বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে গাজীপুর ২ আসন থেকে বারবার নির্বাচিত সফল মন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল কে প্রাথীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গাজীপুর ২ আসনের নৌকার প্রার্থী জাহিদ আহসান রাসেল এমপি সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত এবং বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here