

জাহাঙ্গীর আকন্দ : দীর্ঘ বিরতির পর অবশেষে সড়কে ফিরেছে পুলিশ। সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও যানবাহন চলাচল নিশ্চিতে কাজ করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আজ সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এক প্রেস ব্রিফিং এর আয়োজন করেন। এ সময় গাজীপুর মেট্রোপলিটনের বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জিএমপি পুলিশ কমিশনার বলেন, পুলিশ থানার ভেতরে ও বাইরে কাজ করছে। পুড়ে যাওয়া থানা ও পুলিশ বক্সগুলোর কাজ অন্য জায়গা থেকে পরিচালিত হচ্ছে। অতিদ্রুত সময়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। পুলিশ পুরোদমে কাজ শুরু করেছে। থানাসহ আশপাশ এলাকায় ইতিমধ্যে পুলিশি কাজ শুরু করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত থানা ও পুলিশ বক্স মেরামতের আগ পর্যন্ত বিকল্পভাবে কাজ শুরু করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ভেঙে যাওয়া পুলিশের মনোবল ফিরে আসছে। আশা করছি দুই তিন দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।
তিনি আরো বলেন, পুলিশের এখন আর কোনো ভয় নেই। সবাই পুলিশকে সার্বিক সহযোগিতা করছেন। স্বাভাবিকভাবেই কাজ করছেন।
অপরদিকে ট্রাফিক পুলিশের পাশাপাশি সড়কে শৃঙ্খলার কাজ করেছেন শিক্ষার্থী ও জনতা। শিক্ষার্থীরা বলেন, ট্রাফিক পুলিশরা এখনো ভয়ে আছে। যে কারণে তারা যথাযথভাবে সড়কের শৃঙ্খলার কাজ করতে পারছেন না। তাদের সাহস দিতেই শিক্ষার্থীরা সড়কে আছেন। ট্রাফিক পুলিশ নির্ভয়ে কাজ শুরু করলে তারা চলে যাবেন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর পুলিশে সংস্কারের দাবিতে গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। এরপর থেকে পুলিশ সদস্যদের সঙ্গে ট্রাফিক পুলিশের সদস্যরা সড়কে দায়িত্ব পালন না করে বিরতিতে ছিলেন। এতদিন পর নিরাপদে কর্মস্থলে ফিরতে পেরে উচ্ছ্বসিত তারা।
