অলিদুর রহমান অলি: আনন্দমুখর পরিবেশে পালিত হলো গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার( ০১ নভেম্বর) সকালে হাবিবুল্লাহ সরণী রোড ইকবাল কুটিরের সামনে থেকে এক আনন্দ শুভাযাত্রা বের করা হয়। শুভাযাত্রাটি জয়দেবপুর রেলগেট এলাকা প্রদক্ষিণ করে পুলিশ সুপার কার্যালয় ঘুরে আবার হাবিবুল্লাহ্ স্মরণীতে এসে শেষ হয়। পরে আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ (প্যানেল চেয়ারম্যান গাজীপুর জেলা পরিষদ)। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ আকরাম হোসেন, সাধারণ সম্পাদক, মোঃ নজরুল ইসলাম আজাহার (সম্পাদক ও প্রকাশক দৈনিক বাংলাভূমি পত্রিকা), সহ সভাপতি মাজহারুল ইসলাম কাঞ্চন, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি: মাসুদ রানা, কোষাধ্যক্ষ কাজী আব্দুল মান্নান, দফতর সম্পাদক রেজাউল করিম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান খান, নির্বাহী সদস্য অলিদুর রহমান অলি, নির্বাহী সদস্য ফজলুল হক বাদল, নির্বাহী সদস্য এম এ ফিরোজ লাভলু, নির্বাহী সদস্য শাহানাজ পাটোয়ারি, সদস্য দৈনিক কন্ঠবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম.জে আলম, মেহেদী হাসান বিপ্লব বাদামী, নুরুল ইসলাম সবুজ, হাইউল উদ্দিন খান, নাসির উদ্দিন, সদস্য আশরাফুল আলম মন্ডল, সদস্য রশিদ মোল্লা, হেলেনা বেগম, আব্দুল আলী, রাকিব প্রমুখ।
গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
