গাজীপুর সিটির আয়োজনে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন

0
82
728×90 Banner

মোঃ বায়েজীদ হোসেন: আজ ১৮ অক্টোবর মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশন কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহের ছোট ভাই শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন পালন করা হয়। সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ। গাজীপুর সিটি কর্পোরেশন এর (যুগ্নসচিব) নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজম এর সভাপতিত্বে ও প্রকৌশলী মোঃ মজিবুর রহমান কাজল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশন এর মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ। এসময় আরো বক্তব্য রাখেন কাউন্সিলর শাহজাহান মিয়া সাজু, প্রকৌশলী ইব্রাহিম খলিল। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন এর উপ-সচিব এম এ হান্নান, অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী মোঃ আকবর হোসেন, প্রকৌশলী মোঃ আশরাফুল আলম, কাউন্সিলর মোঃ আবুল হোসেন। অনুষ্ঠান শেষে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন গাজীপুর সিটি কর্পোরেশন মসজিদের খতিব মাওলানা কাউসার আহমেদ হাবিবী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here