

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। নগরবাসীর হাতের নাগালেই রয়েছে নাগরিক সেবা। গতকাল সোমবার দুপুরে মহানগরীর ৩৯নং ওয়ার্ডের ছলিম সরকার একাডেমী রোডের কার্পেটিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি আরো বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্বে আমি যতক্ষণ থাকব, ততক্ষণ নগরবাসীর সেবা করে যাব। আমি কোনো অন্যায়ের সাথে আপোষ করব না। সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডের দৃশ্যমান উন্নয়ন কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল রাস্তাঘাট, ড্রেন নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এজন্য নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।
কার্পেটিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: আবুল হোসেন, ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন মৃর্ধা ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী।
