
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাজীপুর গ্রাম আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অফিস উদ্বোধন অনুষ্ঠান গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস.এম শহিদুল ইসলাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর মহানগর যুবলীগের আহŸায়ক কামরুল আহসান সরকার রাসেল, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সনজিত মল্লিক বাবু, ২০নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শহীদুল ইসলাম ভূঁইয়া সোহেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা নূর মোহাম্মদ বেপারী, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মহিলা কাউন্সিলর এড. আঞ্জুমানআরা, হাতিয়াব হাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আক্তারুজ্জামান, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শাহজাহান মন্ডল, উসমান গণি, লোকমান হোসেন, জয়নাল আবেদীন, মো: শামীম মিয়া, সিরাজুল ইসলাম, জামির হোসেন, আজাফর মিয়া, নিরঞ্জন মল্লিক, ফজর আলী, লিটন সরকার, মঞ্জুর হোসেন, সিরাজুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের জন্য ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে। পরে ফিতা কেটে গাজীপুর গ্রাম আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অফিস উদ্বোধন করা হয়েছে।
