

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশনের তিন প্যানেল মেয়র মনোনীত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তা ছাড়াও আটটি জোনের সভাপতি ও বিভিন্ন সেবামূলক কাজের জন্য আরো ২০ টি কমিটি ঘোষণা করা হয়, এর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন জোন ২ এর সভাপতি ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ (সাবেক সফল চেয়ারম্যান পূবাইল ইউনিয়ন পরিষদ ) ও নগর অবকাঠামো নির্মাণ, সংরক্ষণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আমজাত হোসেন মোল্লা, সোমবার গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সিটি কর্পোরেশন সচিব জনাব মো: আব্দুল হান্নান।মনোনীত তিন প্যানেল মেয়ররা হলেন ১.
গাসিক পূবাইল থানাধীন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মো:মাসুদুল হাসান বিল্লাল, (সবেক সফল সভাপতি পূবাইল ইউনিয়ন ছাত্রলীগ), ২. গাসিক গাছা থানাধীন ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মো: মিজানুর রহমান, ৩. টংগী থানাধীন ৫৫/৫৬/৫৭ ও সংক্ষিত ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর রাখি সরকার। তারা ক্রম অনুসারে ১ম, ২য় ও ৩য় নম্বর প্যানেল মেয়র হিসেবে বিবেচিত হয়েছেন। খোজ নিয়ে জানা গেছে সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী এবং গাসিকের গত ২৫ সেপ্টেম্বর হয়ে যাওয়া অনুষ্ঠিত তৃতীয় পরিষদের প্রথম সভায় উপস্থিত কাউন্সিলররা মেয়র জায়েদা খাতুন কে তিন প্যানেল মেয়র মনোনীত করার দায়িত্ব দেন।
