Daily Gazipur Online

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষে আজ রোববার আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা পিটিআই গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর নির্বাচন কমিশনার বাংলাদেশ নির্বাচন কমিশন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্যা নজরুল ইসলাম বিপিএম(বার) পিপিএম(বার) পুলিশ কমিশনার,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, কাজী শফিকুল আলম বিপিএম পুলিশ সুপার গাজীপুর এবং মোঃ ফরিদুল ইসলাম রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ঢাকা অঞ্চল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আনিসুর রহমান জেলা প্রশাসক গাজীপুর।