

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় নির্বাচনে গাজীপুর-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকি এমপিকে বিজয়ী করার লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মিরের বাজারে পূবাইল থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর-৫ আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী মেহের আফরোজ চুমকি এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকী জুলি, নাগরী ইউনিয়নের চেয়ারম্যান অলিউর রহমান অলি, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য রাজিবুল হাসান রাজীব, যুবলীগ নেতা আশরাফুল আলম,সোহরাব হোসেন মাসুদ প্রমুখ।
