
আল আমিন মন্ডল (বগুড়া) প্রতিনিধি ঃ শনিবার বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত নৌকা বাইচ খেলা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক বগুড়া শহর আওয়ামী লীগের আহবায়ক ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। এলক্ষ্যে এক আলোচনা সভা স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোছাঃ রওনক জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা আক্তার, বগুড়া ডিসি অফিসের এক্সকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাশেদুল ইসলাম ও থানার ওসি সেলিম হোসেন। এ সময় পিআইও রাশেদুল ইসলাম, দূর্গাহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু, বালিয়াদিঘী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাকিল ইসলাম বুলেট, ইউপি সদস্য সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ী পাররানীর পাড়া দলের হাতে পুরস্কার হিসেবে একটি গরু তুলে দেন অতিথিবৃন্দ।
