Daily Gazipur Online

গাবতলীর সোনামুয়া মডেল গ্রামে টিএমএসএস এর সাব-ক্লিনিক উদ্বোধন

আল আমিন মন্ডল (বগুড়া) প্রতিনিধি ঃ বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর এই স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার “আমার গ্রাম আমার শহর” বাস্তবায়নে শনিবার বগুড়া গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের সোনামুয়া মডেল গ্রামে টিএমএসএস এর উদ্যোগে সাব-ক্লিনিক উদ্বোধন উপলক্ষ্যে সূধী সমাবেশ সোনামুয়া মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক রোটাঃ ডাঃ মতিউর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোছাঃ রওনক জাহান ও টিএমএসএস এর নির্বাহী পরিচালক ড. হোসনে-আরা বেগম। টিএমএসএস এর পরিচালক রেজাউল করিমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা আক্তার, বগুড়া ডিসি অফিসের এক্সকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাশেদুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক দুদু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুচ আলী ফকির প্রমুখ। এরআগে সোনামুয়া গ্রামের শহীদ কামরুজ্জামানর বীর বিক্রম নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তার স্থাপন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।