
আল আমিন মন্ডল (বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার বগুড়ার গাবতলী রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়া গ্রামে মরহুম আব্দুল জলিল পাইকার মজি মাষ্টার স্মরণে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন প্রধান অতিথি রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল। যুবদল নেতা আব্দুল মোমিন পাইকার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুস ও জেলা শ্রমিকদল যুগ্ম সাঃ সম্পাদক আমজাদ হোসেন। আমন্ত্রিত অতিথি ছিলেন গাবতলী থানা যুবদল সাবেক যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতি ও ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি ও যুবদল নেতা ময়নুল ইসলাম সেন্টু, যুবদল নেতা শাহীনুর রহমান শাহীন, ইউনিয়ন ছাত্রদল সাবেক সাধারন সম্পাদক ও ছাত্রদল নেতা বিপ্লব মিয়া, মরহুম পরিবার সদস্য আব্দুল করিম, বাদশা মন্ডল ও পিন্টু মিয়া প্রমূখ। উল্লেখ্য, মরহুম আব্দুল জলিল পাইকার মজি মাষ্টার পরিবারবর্গ আয়োজনে স্থানীয় স্কুল মাঠে ইউনিয়ন এর প্রায় দুই শতাধিক শীতার্ত ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
