Daily Gazipur Online

গাবতলী রামেশ্বরপুরে শীতবস্ত্র বিতরন

আল আমিন মন্ডল (বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার বগুড়ার গাবতলী রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়া গ্রামে মরহুম আব্দুল জলিল পাইকার মজি মাষ্টার স্মরণে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন প্রধান অতিথি রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল। যুবদল নেতা আব্দুল মোমিন পাইকার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুস ও জেলা শ্রমিকদল যুগ্ম সাঃ সম্পাদক আমজাদ হোসেন। আমন্ত্রিত অতিথি ছিলেন গাবতলী থানা যুবদল সাবেক যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতি ও ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি ও যুবদল নেতা ময়নুল ইসলাম সেন্টু, যুবদল নেতা শাহীনুর রহমান শাহীন, ইউনিয়ন ছাত্রদল সাবেক সাধারন সম্পাদক ও ছাত্রদল নেতা বিপ্লব মিয়া, মরহুম পরিবার সদস্য আব্দুল করিম, বাদশা মন্ডল ও পিন্টু মিয়া প্রমূখ। উল্লেখ্য, মরহুম আব্দুল জলিল পাইকার মজি মাষ্টার পরিবারবর্গ আয়োজনে স্থানীয় স্কুল মাঠে ইউনিয়ন এর প্রায় দুই শতাধিক শীতার্ত ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।