গাবতলী লাঠিগঞ্জ কলেজের এডহক কমিটির গঠন

0
107
728×90 Banner

আল আমিন মন্ডল (বগুড়া) ঃ বগুড়ার গাবতলী উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু লাঠিগঞ্জ স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। গত ২৪এপ্রিল রাজশাহীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব ও কলেজ পরিদর্শক (দায়িত্বপ্রাপ্ত) হুমায়ন কবির স্বাক্ষরিত একপত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, সদস্য সচিব পদে পদাধিকার বলে কলেজের অধ্যক্ষ, অভিভাবক সদস্য মতিউর রহমান ও শিক্ষক প্রতিনিধি মারজিয়া খানম।

গাবতলীতে মৎস্য খাদ্য ও এ্যারোটর মেশিন বিতরণ
বগুড়ার গাবতলী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ২২জন সিআইজি সমিতির সদস্যদের মাঝে মৎস্যখাদ্য ও গোয়ালপাড়া এনএটিপি মৎস্যচাষীদলের ১২জন সদস্যদের মাঝে ১২টি এ্যায়ারেটর মেশিন আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার প্রধান অতিথি হিসেবে ওই মৎস্যখাদ্য ও এ্যারোটর মেশিন বিতরণ করেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রওনক জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আক্তার, জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবির আহমেদ, উপজেলা মৎস্য অফিসার আরিফ আহমেদ, ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ, ইউনুছ ফকির, মজিবুর রহমান আলতাব আলী, শহিদুল ইসলাম বাবু, আব্দুল রশিদ মোল্লা, ক্ষেত্র সহকারী আব্দুর রশিদ, প্রকল্প ক্ষেত্র সহকারী বিতারুল ইসলাম প্রমূখ।

গাবতলীতে ৬০টি নকল সীলসহ প্রতারক গ্রেফতার
গতকাল সোমবার বগুড়ার গাবতলীতে ভূমি অফিসের বিভিন্ন প্রকারের অর্ধশতাধিক নকল সীলসহ প্রতারক রুহুল আমিন রহিম (৩০) কে আটক করা হয়েছে। আটককৃত রুহুল আমিন রহিম গাবতলী পৌসভাধীন ৩নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া গ্রামের দুলাল মোহরীর ছেলে।
জানা গেছে, গতকাল সোমবার দুপুরে গাবতলীর সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তেতে থানার তিন মাথা মোড় থেকে রুহুল আমিন রহিমকে আটক করে তার দেহ তল্লাশী করে খাজনা আদায়ের দাখিলা ও খতিয়ান কাগজপত্র উদ্ধার করে। পরে আটককৃত রহিমের স্বীকারোক্তিতে তার বাড়ী থেকে ২০১৪সাল থেকে বগুড়া জেলা সদরের এবং গাবতলী উপজেলা নির্বাহী অফিসার, এ্যাসিল্যান্ড, উপজেলা ও জেলা সাব রেজিষ্টার কর্মকর্তা ভূমি অফিসের অর্ধশতাধিক নকল সীল, খাজনা আদায়ের দাখিলা ও খতিয়ান কাগজপত্র উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মডেল থানায় মামলার প্রস্ততি চলছে।
গাবতলীতে তারেক রহমান প্রদত্ত ঈদসামগ্রী বিতরণ
বগুড়ার গাবতলী থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সোনারায় ইউনিয়ন বিএনপির আহবায়ক মরহুম মতিয়ার রহমান মতির পরিবারের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদসামগ্রী ২৫এপ্রিল সোমবার বিতরণ করেন পৌর মেয়র বিএনপি নেতা সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিকুর রহমান আতিক, রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল ওহাব মন্ডল, পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম, বিএনপি নেতা তাজুল ইসলাম, আতিয়ার রহমান আতোয়ার, আরেফিন রহমান, সাহিদুল ইসলাম, মোস্তফা কামাল কনক, যুবদল নেতা আনোয়ার, নাছির উদ্দিন বুলবুল, তাজুল, দৌলত, নিপুল, সাব্বির, ছনি, বিপুল ছাত্রদল নেতা আ: আলীম শাওন, আব্দুল গনি, আব্দুল ওহাব, আ: মোমিন, রাকিব শ্রমিকদল নেতা শফিকুল, আনিছার, জিল্লুর রহমান, মর্নিং প্রমুখ।
দক্ষিনপাড়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
গতকাল সোমবার বগুড়া গাবতলীর দক্ষিনপাড়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল স্থাণীয় ইউপি চত্ত¡রে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন। দক্ষিনপাড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শুভ’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক আশরাফ হোসেন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক নতুন, প্রভাষক নাজমুল হক, মুঞ্জুর মোরশেদ, ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, মোমিনুল হাসান মমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ ও সাধারণ সম্পাদক এস.এম রাঙ্গা। উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি তরুন সমাজসেবক জুলফিকার আলী শুভ’র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল হাসান হিরু, যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ ঠান্ডু, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক পবন সরকার, দক্ষিনপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ নুহু আলম সরদার, সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি জসীউর রহমান সোহেল, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, কাগইল ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু আছাদ, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান হিলু, বিএনপির নেতা হারুনুর রশিদ হারুন, আহসান হাবীব সেলিম, মিনহাজুল ইসলাম, আবু তাহের, শফিক মন্ডল, মতিয়ার রহমান, যুবদল নেতা মিঠু, হোসেন, মহিদুল, সুলতান, লুৎফর, স্বপন, বাবুল, মাহমুদুল, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল আহসান ডিটল, যুগ্ম সাঃ সম্পাদক রাকিব হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সজিব আকন্দ, সদস্য মাহমুদুল হাসান রকি, ছাত্রদল নেতা ছাত্রদল নেতা দুলাল মোল্লা, ইমরান হোসেন মাছুম, আল আমিন, সৌরভ, মশিউর, আরাফাত, মেহেদী, স্বেচ্ছাসেবকদল নেতা আউয়াল, সুমন, আরিফুল, সোহান, কৃষকদল নেতা মেহেদুল ইসলাম সোহেল, জুয়েল আহম্মেদ’সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগণ প্রমূখ। শেষে বিএনপির চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এরপূর্বে বগুড়া জেলা ও উপজেলা বিএনপির সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন’সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দরা গাবতলী থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সোনারায় ইউনিয়ন বিএনপির আহবায়ক মরহুম মতিয়ার রহমান মতি’র পরিবারের সঙ্গে সাক্ষাত শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারতে দোয়া মোনাজাত করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here