Daily Gazipur Online

গাবতলী সংবাদ: গাবতলী নেপালতলী ইউনিয়নপরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

আল আমিন মন্ডল (বগুড়া প্রতিনিধি): বগুড়ার গাবতলী নেপালতলী ইউনিয়ন পরিষদের ২০২০-২১ইং অর্থ বছরে ২কোটি ১৮লক্ষ ৫৬হাজার ২শ ৬৫টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার পরিষদ কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান এসএম লতিফুল বারী মিন্টুু। এ সময় উপস্থিত ছিলেন নেপালতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনসান উল্লাহ মাষ্টার, ইউপি সদস্য ইউনুছ উদ্দিন, নিলুফা ইয়াছমিন, মর্জিনা বেগম, সম্পা বেগম, তোফাজ্জাল হোসেন, আমজাদ হোসেন, নুরুল ইসলাম, আজিজুল হক, আতিকুর রহমান, মহিদুল ইসলাম, সাইদুল ইসলাম, সাখাওয়াত হোসেন, ইউপি সচিব আবু জাকারিয়া’সহ এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামপুলিশ বৃন্দ।
গাবতলী সদর ইউনিয়নে ত্রান সামগ্রী বিতরণ
করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় ত্রাণ মন্ত্রণালয় থেকে ৭ম ধাপে বরাদ্দকৃত চাল ও আলু সোমবার বগুড়ার গাবতলী সদর ইউনিয়নে জনপ্রতি ১০কেজি চাল ও ২কেজি করে আলু বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন খান। লাঠিগঞ্জ স্কুল ও কলেজ মাঠে দুইশত অসহায় ও কর্মহীন মানুষদের মাঝে সরকারী ভাবে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আনোয়ার হোসেন, আমজাদ হোসেন, আশরাফ আলী, মাজেদা বেগম স্থানীয় নজরুল ইসলাম খান, বেলাল হোসেন, তাজুল ইসলাম, সুমন আহম্মেদ’সহ এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামপুলিশ বৃন্দ। উল্লেখ্য (গাবতলী সদর ইউনিয়নে ৭ম ধাপে কর্মহীন মানুষদের জন্য ২মেট্রিক টন চাল এবং জনপ্রতি ২কেজী করে আলু বরাদ্দ দেয়া হয়। যা জনপ্রতি ১০কেজী করে চাল ও ২কেজী করে আলু মোট ২শত জন কর্মহীন মানুষ পাবে)।
নাড়ূয়ামালা ইউনিয়নে ত্রান সামগ্রী বিতরণ
করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় ত্রাণ মন্ত্রণালয় থেকে ৭ম ধাপে বরাদ্দকৃত চাল ও আলু সোমবার বগুড়ার গাবতলী নাড়–য়ামালা ইউনিয়ন পরিষদ চত্তরে জনপ্রতি ১০কেজি চাল ও ২কেজি করে আলু বিতরণ করেন ইউপি চেয়ারম্যান গোফফার আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, ইউপি সচিব আনারুল হক, ইউপি সদস্য মতিউর রহমান মতি, নজরুল ইসলাম বাদশা, মুকুল মিয়া, মাজেদা বেগম টুনি, তথ্য উদ্যোক্তা রায়হান বাদশা’সহ এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামপুলিশ বৃন্দ। উল্লেখ্য (নাড়–য়ামালা ইউনিয়নে ৭ম ধাপে কর্মহীন মানুষদের জন্য ২মেট্রিক টন চাল এবং জনপ্রতি ২কেজী করে আলু বরাদ্দ দেয়া হয়। যা জনপ্রতি ১০কেজী করে চাল ও ২কেজী করে আলু মোট ২শত জন কর্মহীন মানুষ পাবে)।
খোট্রাপাড়া ইউনিয়নে কর্মহীনদের মাঝে ঈদ উপহার
করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সোমবার বগুড়ার শাজাহানপুরের খোট্রাপাড়া ইউনিয়ন বিএনপি উদ্যোগে ২শতাধিক কর্মহীন ও দুঃস্থ মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক ও আমরুল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, খোট্রাপাড়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা শফিকুল ইসলাম, ডাঃ আজিজার রহমান, শরিফুল ইসলাম, আব্দুস সালাম, আমিনুর ইসলাম, ইউপি সদস্য পল্টু মিয়া ও ইয়াছিন আলী, গাবতলী থানা যুবদল সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মজনু, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, গাবতলী থানা ছাত্রদল সাবেক আহবায়ক মহব্বত আলী, ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম সবুজ, রাজিবুল ইসলাম, শহিদুজ্জামান খোকন, শরিফ উদ্দিন তাজু, ফয়সাল আহম্মেদ ও মুরতুজা আহম্মেদ প্রমূখ।