গাসিকের ৬ হাজার ১৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা

0
305
728×90 Banner

নাসির উদ্দীন বুলবুল ও সানাউল্লাহ স্বপন : চলতি ২০১৯-২০ অর্থ বছরে গাজীপুর সিটি কর্পোরেশনের ৬ হাজার ১৩৮ কোটি ৬৫ লাখ ৬৪ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম এ বাজেট ঘোষণা করেন। বাজেটে সর্বমোট ব্যায় ধরা হয়েছে ৪৭৬২ কোটি ৮২ লাখ ২৪ হাজার টাকা। উদ্বৃত্ত থাকবে ১ হাজার ৩৭৫ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা।
বাজেটে রাজস্ব সাধারণ তহবিল থেকে পানি সরবরাহ, সরকারি উন্নয়ন, ও বৈদেশিক সহায়তাপুষ্টসহ অন্যান্য প্রকল্প থেকে আয় দেখানো হয়েছে। বৈদেশিক সহায়তাপুষ্ট বিভিন্ন প্রকল্পে সর্বোচ্চ এবং শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত খাতে সর্বনিম্ন ব্যায় ধরা হয়েছে।
গাসিক মেয়রের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর মেট্রাপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর জেলা জজ ড. মো. আবুল কাশেম, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট মো: ওয়াজ উদ্দিন মিয়া,এডভোকেট আমজাদ হোসেন বাবুল প্রমুখ। এসময় সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।


বাজেটে রাজস্ব আয়, পানি সরবরাহ, সরকারী অনুদান, বৈদেশিক সয়হায়তা প্রকল্প ও ডিপিপি ভিত্তিক প্রকল্প খাতকে বাজেটের আয় ধরা হয়েছে। এছাড়ায় বিভিন্ন অবকাঠামো উন্নয়নসহ নাগরিক সুবিধা নিশ্চিত করার বিভিন্ন উন্নয়ন কাজে ব্যয় করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here