

ডেইলি গাজীপুর প্রতিবেদক: সামাজিক যোগোযোগ মাধ্যমে গুজব ছড়ানোর প্রতিবাদে গতকাল মঙ্গলবার তুরাগ থানা ছাত্রদল তুরাগের দৌড়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তুরাগ থানা ছাত্রদলের সাধারন সম্পাদক নূরুল হুদা জাকির। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে ইর্ষান্বিত হয়ে ফেইসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভ’য়া একাউন্ড ব্যবহার করে কে বা কারা আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে । আমি তাদের এ কর্মকান্ডের প্রতিবাদ করছি।তাদের এ কর্মকান্ডের দায়ীদের বিচারের দাবীতে তুরাগ থানায় জিডি করা হয়েছে।সংবাদ সম্মেলনের সময় তুরাগ থানা ছাত্রদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন রনি,তুরাগ থানা ছাত্রদলের যুগ্মসম্পাদ হোসেন আহম্মেদ, ছাত্রদল নেতা জুনায়েদ হাসান, আবির রহমান শুভ, সোহাগ, মহসিনসহ একাধিক নেতা উপস্থিত ছিলেন।
