গুলিবর্ষণের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

0
29
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর ৪৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠু খন্দকার (৩৫) কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণের মামলায় গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিঠু টঙ্গী পূর্ব থানাধীন পাগার পাঠানপাড়া এলাকার মৃত আলী আশরাফের ছেলে।
ডিবি পুলিশের এসআই জিহাদুল ইসলাম বলেন, গত ২০ জুলাই দুপুরে কলেজগেট এলাকায় কোটাবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও গুলিবর্ষণে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে পায়ে গুলিবিদ্ধ ছাত্র নয়ন হোসেনের (২০) বাবা জাকির হোসেন ৭৯ জনকে শনাক্ত ও ৯০-১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে গত ১৮ আগস্ট টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে পাগাড় এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠু খন্দকারকে গ্রেফতার করে ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে প্রধান আসামি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও ২নং আসামি সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের চাচা গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতি।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here