
সালাহ উদ্দিন, লালপুর (নাটোর)। দ্বিতীয় ধাপে আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠব্য নাটোরের গোপালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ছয়জন ও কাউন্সিলর পদে ৪৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
লালপুর উপজেলা নির্বাচন অফিসার হাসিব বিন শাহাব এই তথ্য নিশ্চিত করেছেন।
হাসিব বিন শাহাব জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মোর্তজা লিলি, বিএনপি মনোনীত প্রার্থী পৌর বিএনপির আহবায়ক আব্দুল্লাহ আল মামুন কচি, স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম বিমল, আব্দুল হান্নান, জিল্লুর রহমান, এ্যাড. সায়েদুল মনোনয়নপত্র দাখিল করেছেন। এর অাগে মেয়র ৮ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন।
এছাড়া সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন বলে তিনি জানান।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৯টি কেন্দ্রে গোপালপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৫৩৫ জন। আগামী ২২ ডিসেম্বর প্রার্থিতা যাচাই-বাছাই এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।
