গোবিন্দগঞ্জে নাবিল পরিবহনের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত-২

0
212
728×90 Banner

কামরুল হাসান, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় হরিরাম সরকার (৩৮) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ফাঁসিতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে ।
এঘটনায় নিহত হরিরাম সরকার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কানজগাড়ী গ্রামের গোচরন সরকারের ছেলে। স্থানীয়রা জানান- মাছ ব্যবসায়ী হরিরাম সকালে গোবিন্দগঞ্জে মাছ কেনার জন্য ভ্যান যোগে ঢাকা- রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় ফাঁসিতলার বাজার এলাকায় পৌছিলে নাবিল পরিবহন নামে একটি বাস পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এ ঘটনায় হরিরাম সরকারের পুত্র কৃষ্ণ ও ভ্যান চালক আহত হয়।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন শর্মা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সাভির্স ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করেছে এবং আহতদের হাসপাতালে পাঠিয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here