গোলাপগঞ্জে ডাকাত সর্দার হাসমত গ্রেপ্তার

0
285
728×90 Banner

আজিজ খান, গোলাপগঞ্জ (সিলেট)প্রতিনিধি: গোলাপগঞ্জে ডাকাত সর্দার হাতকাটা হাসমত আলীকে (৪০) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার (২২ মার্চ) বিকেল ৫টার দিকে ভাদেশ্বর ইউনিয়নের হাওরতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে হাওরতলা গ্রামের মৃত শওকত মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানায়, গতকাল বিকেলে গোলাপগঞ্জ মডেল থানার এএসআই ইউছুফ আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে ভাদেশ্বরের হাওরতলায় অভিযান চালান। এসময় হাসমত ডাকাত পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাত সর্দার হাসমত এতদিন গাঁ ঢাকা দিয়ে ডাকাতি করে আসছিল। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানা সহ আশপাশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। সে বিভিন্ন জায়গায় লেংড়া হাসমত সহ বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here