
মো. আমজাদ হোসেন,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রীন আরমি সংগঠনের উদ্যোগে শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের কার্যালয় হতে বিভিন্ন গ্রামের ১১০ জন অসহায় দুস্থদের মাঝে এ ইফতার সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। সংগঠনের সভাপতি গোলাম মারুফ প্রিতমের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাজ্জাতুল ইসলাম সায়মন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ খান, অর্থ সম্পাদক রাফিয়ান ইসলাম রিমন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য ফয়সাল, ফাহিম, সুজন, নুর আলম, আশিক, ওমর ফারুক, সৌরভ, সাইফুল ইসলাম, শাহরিয়ার নাফিস, হৃদয়, সমীর প্রমুখ।
