ডেইলি গাজীপুর প্রতিবেদক: ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদ- এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদ-ের যে রায় আদালত ১০ অক্টোবর ২০১৮ইং দিয়েছে সে রায় দ্রুত বাস্তবায়ন করা বর্তমানে সর্বস্তরের জনসাধারণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)’র চেয়ারম্যান মিজানুর রহমান মিজু।
আজ ২০ আগষ্ট ২০২০ বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “আগামীকাল ২১ আগস্ট। ১৬ বছর আগে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। মাননীয় প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য এই ভয়াবহ হামলা থেকে বেঁচে গেলেও নিহত হন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আইভি রহমানসহ ২৪ জন। ”
জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)’র চেয়ারম্যান বলেন, “প্রায় দেড় দশক আগে এই দিনে মূলত আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে বিএনপি-জামায়াত তথা চার দলীয় জোট সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এই ভয়াবহতম গ্রেনেড হামলা চালায়। ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা এখনো থামেনি। তারা দেশের উন্নয়নের ধারাবাহিকতা বন্ধ করতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সবাইকে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তারা যাতে আর মাথা তুলে দাঁড়াতে না পারে সে পদক্ষেপ নিতে হবে।”
মিজানুর রহমান মিজু আদালতের রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে বলেন, “দ্রুত এ রায় কার্যকর করা না হলে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। দিনের আলোর মত পরিষ্কার একটি মামলার রায় বাস্তবায়নে আমরা আর কোন কালক্ষেপন দেখতে চাই না।”