Daily Gazipur Online

ঘরোয়া চিকিৎসায় সুস্থ হলেন করোনা আক্রান্ত সাংবাদিক

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ এর সাংবাদিক ইকবাল আহমদ সরকার ও তার ছেলে ঘরোয়া চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
ডাক্তারের পরামর্শে ১৪ দিন নিজ ঘরে থেকে চিকিৎসা নিয়ে সোমবার নমুনা প্রদান করে বুধবার সকালে তাদের ফল নেগেটিভ এসেছে।
জেলার সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গাজীপুরের ৭১ টিভির প্রতিনিধি ইকবাল আহমদ সরকার এর করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে ১৪ এপ্রিল তার ফলাফল পজিটিভ শনাক্ত হয়। পরে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা শুরু করেন। পরদিন বাসার সবার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে সাংবাদিক ইকবাল সরকারের কলেজ পড়ুয়া ছেলের নমুনায় করোনা পজিটিভ আসে এবং অন্যদের নমুনায় নেগেটিভ আসে।
১৪ দিন চিকিৎসা শেষে তাদের নমুনা ফের ঢাকায় পাঠনো হলে সবারই ফলাফল নেগেটিভ আসে।
সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, সাংবাদিক ইকবাল সরকার ও তার ছেলে এখন আল্লাহর রহমতে করোনাভাইরাস মুক্ত। গাজীপুরে মঙ্গলবার পযর্ন্ত মোট ৩৩১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।