চকবাজারের পর রাজধানীর ভাষানটেক বস্তি ও কেরানীগঞ্জে ভয়াবহ আগ্নিকাণ্ডে নিঃস্ব হাজার পরিবার!

0
317
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: মধ্যরাতে হঠাৎ করে রাজধানীর ভাষানটেকের জাহাঙ্গির বস্তিতে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে বস্তিতে থাকা সব ঘর।
টিনের তৈরি এসব ঘর নিমিসেই ছাই হয়ে যায়। বেশিরভাগ বস্তিবাসিই ঘর থেকে তেমন কিছুই বের করে আনতে পারেনি। মাত্র আড়াই ঘন্টার আগুনে নিঃস্ব হয়ে গেছে হাজার পরিবার।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১টা ৩০ মিনিটের দিকে এই আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে ফায়ারসার্ভিসের পর্যাক্রমে ২১টি ইউনিট আড়াইঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রাথমিকভাবে আগুন নিহতের খবর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া প্রর্যন্ত নিঃশ্ব বস্তিবাসি খোলা আকাশের নিচে দিন যাপন করছে।
এর আগে, ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মালঞ্চ হাসপাতালের সামনে বিদ্যুতের নির্মাণাধীন গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাত ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
এদিকে চকবাজার চুড়িহাট্টা ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও বড় ধরনের আগুন ঘটনা ঘটলো রাজধানীতে। ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় ১৪ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ সেই আগুনে পুড়ে মারা যায় অন্তত ৬৭ জন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here