চমক নিয়ে আসছে মিম

0
257
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: নায়িকা বিদ্যা সিনহা মিম এবার ‘সাপলুডু’ ছবি নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন। এ ছবির শুটিংয়ের সময় বেশ গোপনীয়তা রক্ষা করেছেন সকল অভিনয়শিল্পী। পরিচালক ছবির কোনো শুটিং স্টিল ফেসবুকে বা বাইরে অনুমতি ছাড়া প্রকাশ করতে নিষেধ করেন। এবার এ ছবির ফার্স্টলুক এসেছে। গতকাল এটি প্রচারের পর বেশ সাড়াও পেয়েছেন অভিনয়শিল্পীরা। বিশেষ করে বিদ্যা সিনহা মিম বলেন, ফার্স্টলুক আসার পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। এটি দেখার পর অনেকেই প্রশংসা করেছেন। দোদুল ভাই খুব যতœ নিয়ে নির্মাণ করেছেন এ ছবিটি।
আর বর্তমানে এর প্রমোশন নিয়ে কাজ করবে ছবির টিম। আমরা এরইমধ্যে বেশ কিছু পরিকল্পনাও করেছি। বলা যায় বেশ কিছু চমকই দেখাবো এবার। এর বেশিকিছু এখন বলতে চাই না। গোলাম সোহরাব দোদুল পরিচালিত এ ছবিতে বিদ্যা সিনহা মিমের নায়ক হিসেবে আরিফিন শুভ অভিনয় করেছেন। আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, রুনা খান, সুষমা সরকার, মারজুক রাসেল, শাহেদ আলীসহ অনেকেই। ‘সাপলুডু’ ছবির শুটিং হয়েছে মানিকগঞ্জ, মধুপুর, গাজীপুর, টেকনাফ, লামা ও কক্সবাজারে। গত ২৬শে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত শুটিং হয়েছে ছবির। ছবিটির এখন ডাবিং ও সম্পাদনার কাজও শেষ পর্যায়ে রয়েছে। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। এপ্রিলে মুক্তি পেতে পারে ‘সাপলুডু’ ছবিটি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here