
ডেইলি গাজীপুর বিনোদন: দীর্ঘ সময় পর আবারো চলচ্চিত্রে ফিরলেন মডেল-অভিনেত্রী স্বাগতা। নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ শিরোনামের একটি চলচ্চিত্রে এই অভিনেত্রীকে দেখা যাবে। এরইমধ্যে ছবিটির শুটিং শেষ করেছেন বলে জানান তিনি। বর্তমানে ছবিটির ডাবিং করছেন তিনি। বেশ লম্বা সময় পর চলচ্চিত্রে কাজ করে দারুণ উচ্ছ¡সিত এই অভিনেত্রী। তিনি বলেন, আতিক ভাইয়ের সঙ্গে আগে নাটকে কাজ করেছি। নির্মাতা হিসেবে তিনি এক কথায় দারুণ। এই চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতাও ভালো।
তবে ছবিটিতে আমার চরিত্রটি কেমন, সেটি বলতে চাই না। নির্মাতার নিষেধের কারণে বেশি কিছু বলতে পারছি না। শুধু এটি বলতে পারি, আমাকে দর্শকরা নতুনভাবে দেখতে পাবেন। ২০০৭ সালে প্রয়াত নায়ক মান্নার বিপরীতে ‘শত্রæ শত্রæ খেলা’ চলচ্চিত্রে প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন স্বাগতা। এই ছবিতে আরো ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। সেই সময় ছবিটি বাণিজ্যিকভাবে দারুণ সাড়া ফেলে। প্রথম ছবি দিয়ে মন জয় করেন বড় পর্দার দর্শকদের। স্বাগতার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি হলো কাজী হায়াতের ‘অশান্ত মন’। এটিতে তিনি অভিনয় করেন কাজী মারুফের বিপরীতে। ২০১৪ সালের দিকে ‘সূচনা রেখার দিকে’ শিরোনামের একটি ছবির শুটিং শেষ করেন তিনি। কিন্তু বিভিন্ন কারণে ছবিটি এখনো মুক্তি পায়নি। ভালো গল্প চরিত্র পেলে নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেন তিনি। বর্তমানে এই অভিনেত্রী ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গেল কয়েক মাস তিনি খÐ নাটকই বেশি করছেন জানান। একক নাটকের বাইরে রিদম খান শাহীনের ‘পাগলের সুখ মনে মনে’ শিরোনামের নতুন একটি ধারাবাহিকের শুটিং করছেন। স্বাগতা বলেন, এই ধারাবাহিকে আমাকে গ্রামের এক দুষ্ট মেয়ের চরিত্রে দেখবেন দর্শকরা। আগামি ১ ও ২রা এপ্রিল সামাজিক সচেতনতামূলক একটি ডকুমেন্টের শুটিং করবেন এই গø্যামারকন্যা। এটি নির্মাণ করবেন প্রিন্স। তথ্যচিত্রটির দৃশ্যধারণ হবে রংপুরে। এদিকে ঈদের নাটকের শুটিংয়ের জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি। এপ্রিলের শেষের দিকে সাত পর্বের দুটি ধারাবাহিক নিয়ে মালয়েশিয়ায় উড়াল দেবেন।
