Daily Gazipur Online

চলেগেলেন রাজউকের উত্তরা জোনের জনবান্ধব অথরাইজ অফিসার পলাশ সিকদার

মোঃরফিকুল ইসলাম মিঠু : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের উত্তরা অফিসের জোন ২/১ এর জনবান্ধব অথারাইজ অফিসার ইঞ্জিনিয়ার পলাশ শিকদার মতিঝিল হেড অফিসে পোস্টিং হওয়ায় উত্তরা অফিস যেন নিস্তব্ধ হয়ে পড়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন মাসুক আহমেদ। আজ সোমবার রাজউক উত্তরা অফিসে গিয়ে শোনশান নীরবতা লক্ষ্য করা যায়। কারন অনুসন্ধানে জানা যায় অথারাইড অফিসার পরিবর্তন। এ বিষয়ে চীফ ইনেসপেক্টর ফজলুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন তার অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক অনেক কর্মচারী বলেন কোন কাজ নিয়ে গেলে সম্ভব হলে করে দিয়েছে। বর্তমানে যিনি দায়িত্ব গ্রহণ করেছেন তিনি কেমন লোক এমন প্রশ্নের জবাবে অনেকেই বলেন উনার সাথে কাজ করতে গেলেই বুঝতে পারব যে তিনি কেমন লোক। আগেই কোন মন্তব্য করতে চাই না। সকাল ৯ টা ১০ এ অফিসটিতে ঘুরেফিরে দেখা জোন ২ এর পরিচালক উপসচিব ডক্টর সুলাইমান সাহেব কিছু কর্মকর্তা কর্মচারীদের দিকনির্দেশনা প্রদান করছেন। কেন পলাশ শিকদারকে পোস্টিং করা হলো জানতে চাইলে কিছু কর্মচারী বলেন বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ সিদ্দিকুর রহমান সরকার (অবসরপ্রাপ্ত) দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নতুনভাবে রাজউককে ডেলে সাজাচ্ছেন।
জনকল্যাণে যা ভালো তিনি তাই করছেন।