চায়না সফর শেষে দেশে আসার পর এড. আজমত উল্লা খানকে সংবর্ধনা

0
330
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ‘টঙ্গীর সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতিসহ বাংলাদেশ আওয়ামীলীগের ২০ সদস্যের একটি টিম চায়না কমিউনিষ্ট পার্টির আমন্ত্রণে চায়না সফর শেষে দেশে আসার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও গাজীপুর মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে গাজীপুরের নেতাকর্মীরা তাদের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার টঙ্গীর সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এড. আজমত উল্লা খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানরগ আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মো: ওসমান আলী, বিদ্যালয়ের অভিভাবক ফোরামের যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম বেপারী, টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, কলেজ ইনচার্জ আব্দুল আলীম, প্রভাষক মহসিন মিয়া, সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান বিএসসি, কামরুল হাসান, মনজুরুল হক মঞ্জু, মেহেদী হাসান, জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান, নিলিমা নাসরিন, নাসরিন মমতাজ, খাদিজা আক্তার তামান্না, হাবিবুর রহমান, টঙ্গীস্থ বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এড. আজিম হায়দার আদিম, গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ সভাপতি রাজিব হায়দার সাদীম প্রমুখ।
উল্লেখ্য, চায়না কমিউনিষ্ট পার্টির আমন্ত্রণে বাংলাদেশ আওয়ামীলীগের ২০ সদস্যের একটি টিম গত ৩ সেপ্টেম্বর চায়নাতে যান। তারা গতকাল রাত ১১টা ২০মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে গাজীপুর মহানগর আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তাদেরকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here