Daily Gazipur Online

ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ডেইলি গাজীপুর প্রতিবেদক :গাজীপুরের টঙ্গীতে ছাদ থেকে পড়ে বশির আহম্মেদ রিপন (৫৪) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রিপন ওই মার্কেট এলাকার মৃত হুমায়ন কবিরের ছেলে।
পুলিশ জানায়, বুধবার সকালে নিজ বাড়ির পাঁচতলা ভবনের ছাদে ওঠেন বশির। এ সময় হঠাৎ ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে পুলিশ মরদেহটি থানায় নিয়ে যায়। অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ফারুক হোসেন বলেন, বশিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মাথার কিছুটা অংশ থেঁতলে গেছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইন চার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।পরিবারের সদস্যদের আবেদনে বিনা ময়নাতদন্তে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তাস্তর করা হয়েছে।