
এস,এম,মনির হোসেন জীবন : মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত পাইলট শামিম নজরুলসহ ১০জন আরোহীকে বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়েছে। আহতদের মধ্যে তিন ক্রু, চার যাত্রী ও দুই গ্রাউন্ড ইঞ্জিনিয়ার সহ মোট ১০জন আরোহী রয়েছেন। এদের মধ্যে বিমানের ক্যাপ্টেন শামিম নজরুলকে সম্মিলিত সামরিক হাসপাতালে,অ্যাপোলো হাসপাতালে ৩জন ও ১জনকে অন্য একটি হাসপাতালে নেয়া হয়েছে।
এ সময় শাহজালাল বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সচিব মো. মহিবুল হক, অতিরিক্ত সচিব মোকাব্বির হোসেন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, আহত আরোহীদের দেশে ফিরিয়ে আনতে শুক্রবার বিকেল ৪টার দিকে বিমানের একটি বিশেষ ফ্লাইট মিয়ানমারের ইয়াগুন উদ্দেশ্যে রওনা হয়। মিয়ানমার পৌঁছে আনুষ্ঠানিকতা শেষে ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে রওনা হয়ে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায়। সেখানে আহতদের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সচিব মো. মহিবুল হক সহ অন্যান্যরা আহতদের সাথে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কর্মকর্তা শাকিল মেরাজ জানান, আহত আরোহীরা মিয়ানমারের দুটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের সবাইকে ছাড়পত্র দেয়া হয়েছে। আহত আরোহীদের মধ্যে অনেকে মিয়ানমারে চাকরি ও ব্যবসা করেন। তাই যেসব যাত্রী ফিরে আসতে চেয়েছেন তাদেরই দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদেরকে বিমানের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।
তিনি আরও বলেন, এ দুর্ঘটনার পর গত ৯ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমানের চিফ অব ফ্লাইট সেফটি শোয়েব চৌধুরীকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি করা হয়।
উল্লেখ্য যে, গত ৮ মে ইয়াগুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে বৈরী আবহাওয়ার কারণে রানওয়ে থেকে বাইরে চলে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ড্যাশ-৮ কিউ-৪০০ উড়োজাহাজ। বিমানটিতে ১ জন শিশুসহ ২৯ জন যাত্রী, ২ জন পাইলট, ২ জন কেবিন ক্রু ও ২ জন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।
