
এস, এম, মনির হোসেন জীবন : এবার সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ ও একটি গ্রহনযোগ্য নির্বাচন দেশে অনুষ্ঠিত হবে বলে মনে করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর (স্বতন্ত্র) প্রার্থী আলহাজ মোঃ কফিল উদ্দিন (মেম্বর) ।
তিনি আরও বলেন, জনগন হল সকল ক্ষমতার উৎস। তবে, এবার আমার পক্ষে ভোটারদের গনযোগার সৃষ্টি হয়েছে। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ঝুড়ি মার্কার বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ।
কাউন্সিলর প্রার্থী মোঃ কফিল উদ্দিন বলেন, আগামী ১লা ফেব্রæয়ারি ঢাকা উত্তর সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৫৩ নম্বর ওয়ার্ডে কোন রকম ভোট কারচুপি হলে জনগণ তা মেনে নেবে না।
গতরাত (২৮ জানুয়ারি) ৯টায় ডিএনসিসি তুরাগের ৫৩ নম্বর ওয়ার্ড নলভোগ গ্রামের নিজ বাসায় নির্বাচনী পরিচালনা অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাজী মোঃ কফিল উদ্দিন মেম্বর বলেন, নির্বাচনে কোন প্রকার ইনফ্লুয়েন্স করবেন না । আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা থাকবেন তারা নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, ১লা ফেব্রæয়ারি নির্বাচনে ভোটে আমার ফলাফল যা হবে আমি তা মেনে নেব ।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে কাউন্সিলর প্রার্থী আলহাজ মোঃ কফিল উদ্দিন বলেন, স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবার সমান অধিকার রয়েছে। জনগন হল সকল ক্ষমতার উৎস। আমার ভোট আমি দেব,যাকে খুশি তাকে দেব। আমার পছন্দের প্রার্থীকে দেখে শুনে ভোট দিবো।
নির্বাচনে বিজয়ী হবেন কিনা ? এমন প্রশ্নের জবাবে হাজী মোঃ কফিল উদ্দিন (মেম্বর) বলেন, এই স্বাধীন দেশের মালিক হচেছ আপামর জনগণ। আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। নির্বাচনে জয়-পরাজয় আছে-এবং থাকবে। তবে, শেষ পর্যন্ত আমি মাঠে থাকবো এবং শেষটা দেখে নেবো।
নির্বাচনী মাঠে জনগনের কেমন সাড়া পেয়েছেন? সাধারণ জনগন ও ভোটাররা ভোটের দিন ভোট দিতে যাবে কি না জানতে চাইলে হাজী মোঃ কফিল উদ্দিন মেম্বর বলেন, ভোটারদের কাছ থেকে আমি আশানুরূপ সাড়া পাচিছ । ঝুড়ি প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ভোটাররা নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে সঠিক জায়গায় তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলে আশাকরি ঝুড়ি মার্কার বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ।
হাজী মোঃ কফিল উদ্দিন মেম্বর বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সততা ও নিষ্ঠার সাথে তাদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করবেন এবং আমি আশাবাদী। কেননা, জনগনের কাছে তাদের দায়বদ্ধতা রয়েছে।
