
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): ১৯৭২ সালের ঐতিহাসিক ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আন্তর্জাতিকভাবে স্বাধীন বাংলাদেশের অবস্থান সুসংহত করেছিল বলে জানিয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি) এর চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু।
আজ ১০ জানুয়ারি ২০২১ রবিবার সকাল ১০ টায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বিকাল ৩ টায় ৮৫/১, নয়াপল্টন মসজিদ গলি, ঢাকায় জাতীয় স্বাধীনতা পার্টির উদ্যোগে “বর্তমান প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর আদর্শের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা” অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান মিজু বলেন, “১৯৭১ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও ১৯৮১ সালের ১৭ মে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের তাৎপর্য অপরিসীম। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের আমরা পরিপূর্ণ স্বাধীনতা পেয়েছি আর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় স্বদেশ আবার মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে এসেছে। বঙ্গবন্ধু ফিরে না আসলে যেমন আমাদের স্বাধীনতা পরিপূর্ণতা পেতো না, ঠিক তেমনই শেখ হাসিনা ফিরে না আসলে সাম্প্রদায়িক অপশক্তির কবল থেকে কোন দিনই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসতে পারতো না।”
প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নীমচন্দ্র ভৌমিক বলেন, “বাংলাদেশে এখনও বঙ্গবন্ধুর আদর্শবিরোধী শক্তি সক্রিয় রয়েছে। অসাম্প্রদায়িক, সুখী, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে মোকাবেলা করতে হবে।”
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম. এ. জলিল, বাংলাদেশ ন্যাপ’র মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ সোস্যাল অ্যাক্টিভিটি ফোরামের আহ্বায়ক মুফতি মাসুম বিল্লাহ, ন্যাপ’র ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, কাজী আরেফ ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মাসুদ আহমেদ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক ভাসানী, জাতীয় স্বাধীতা পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান সাবিনা জাহান খুশি, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা শায়েলা হাসান বেবী প্রমুখ।
এর আগে সকাল ১০ টায় জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি) নেতৃবৃন্দকে সাথে নিয়ে চেয়ারম্যান মিজানুর রহমান মিজু ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
