

মোঃ বায়েজীদ হোসেন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১ সালে চাকরিচ্যুত আটশতাধিক কর্মকর্তা-কর্মচারিকে চাকরিতে পুনর্বহালের দাবিতে বুধবার সকালে গাজীপুরের বোর্ডবাজারস্থ জাতীয় বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারিরা।
চাকরি রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে চাকরিচ্যুত কয়েক’শ কর্মকর্তা-কর্মচারি অংশ নেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল বিশ^বিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে তারা একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়।
চাকরি রক্ষা কমিটির যুগ্ম আহবায়ক আবু হানিফ খন্দকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও অফিসার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি এনামুল করিম, চাকরি রক্ষা কমিটির মহাসচিব মিয়া হোসেন রানা, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের নেতা মোসলেম উদ্দিন, চাকরি রক্ষা কমিটির নেতা তারেক মাহমুদ, আমির হোসেন, ওয়াহিদুজ্জামান নান্নু, মাসুদুর রহমান মাসুদ, আব্দুল মতিন, আজিজুল হক, আফজাল হোসেন প্রমুখ। সমাবেশে বিশ^বিদ্যালয়ের পেশাজীবী পরিষদের সভাপতি আমিনুল আক্তার ও সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন চাকরিচ্যুতদের দাবির প্রতি সংহতি ও একাত্মতা প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধি যথাযথ অনুসরণ করে ২০০৩ ও ২০০৪ সালে বিভিন্ন স্মারকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিলো। দীর্ঘ প্রায় ৯ বছর পর ২০১১ সালে কতিপয় অসাধু কর্মকতা ও কর্মচারী ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা, ভিত্তিহীন অসত্য তথ্য উপস্থাপন করে আদালতকে বিভ্রান্ত করে আমাদের চাকরিচ্যুত করা হয়। যা ছিল চাকরিবিধি বহির্ভূত- অনিয়মতান্ত্রিক ও অনৈতিক।
বিগত প্রায় ১৩ বছরে অনেক কর্মকর্তা ও কর্মচারী অমানবিক কষ্ট ও বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে। বাকীরা অবর্ণনীয় দুঃখ কষ্টে বর্তমানে দিনযাপন করছে বলে সমাবেশে তারা উল্লেখ করেন। চাকরিচ্যুতদের দ্রæত চাকরিতে পুনর্বহালের জন্য তিনদফা দাবি জানিয়ে বিশ^বিদ্যালয়ের ভিসি বরাবর আবেদন করেছন চাকরি রক্ষা কমিটির নেতৃবৃন্দ। দাবিগুলো হচ্ছে- অনতিবিলম্বে সকল চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীদের যথাযথ প্রক্রিয়া অনুসরন পূর্বক চাকরিতে পুনর্বহাল করা, নতুন করে কোন নিয়োগ প্রক্রিয়া গ্রহণ না করা এবং বিশ্ববিদ্যালয়ে নতুন কোন প্রকল্প গ্রহণ ও অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করতে হবে।
উল্লেখ্য, বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে বিশ^বিদ্যালয়ে ৮২১ জনকে নিয়োগ দেওয়ার অভিযোগে হাইকোর্ট তাদের নিয়োগ অবৈধ ঘোষণা করে। এরপর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় ২০১১ সালে তাদের চাকরিচ্যুত করা হয়।
