
এস,এম,মনির হোসেন জীবন : জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানালেন ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
ডিএমপির জনসংযোগ ও গনমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিঞ্জপ্তিতে আজ এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আজ ১৫ আগস্ট শনিবার বেলা সাড়ে ১১ টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
বিনম্র শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণরা এসময় উপস্থিত ছিলেন বলে সংবাদ বিঞ্জপ্তিতে উল্লেখ করা হয়।
