Daily Gazipur Online

জাতীয় সাংবাদিক সোসাইটির উদ্যোগে টঙ্গীতে বস্ত্র বিতরণ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : জাতীয় সাংবাদিক সোসাইটির উদ্যোগে ও কারিতাস উদ্যম প্রকল্পের সহযোগিতায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে টঙ্গীতে বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ ০৯ জানুয়ারী রোববার বিকেলে গাজীপুরের টঙ্গীস্থ মদিনা পাড়ায় বস্ত্র বিতরণ করেন জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব নাসির উদ্দীন বুলবুল। এসময় তিনি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব “মানুষ মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়,তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।