জাতীয় স্বাধীনতা পার্টি (জে.এস.পি) এর উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন পালন

0
229
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রোববার সন্ধ্যা ৭ টায় কবি জসিম উদ্দিন রোড, উত্তর কমলাপুর, মতিঝিল, ঢাকায় জাতীয় স্বাধীনতা পার্টি (জে.এস.পি) এর উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ৭৩তম জন্ম দিবস উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় স্বাধীনতা পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান সাবিনা জাহান খুশির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু। প্রধান আলোচক ছিলেন সাবেক যুগ্ম সচিব মোঃ আব্দুস সাত্তার মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পার্টির উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ সাজিদা জাহান, ব্যাংকার বাবু মিয়া, রোখসানা আরা হ্যাপি, আরিফ হোসেন মোল্লা, চয়ন মিয়া, ইকরা প্রমুখ।
সভার প্রধান অতিথি পার্টি চেয়াম্যান মিজানুর রহমান মিজু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বে বাংলাদেশ আজ রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রীর ৭৩তম জন্ম দিবসে এই অনুষ্ঠানে আমাদের প্রার্থনা তিনি আরো অনেক বছর আমাদের মাঝে থেকে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবেন। সম্প্রতি তিনি দেশ থেকে ক্যাসিনো, মাদক, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ নির্মূলে সে শুদ্ধি অভিযানের ঘোষণা দিয়েছেন আমরা জেএসপি’র পক্ষ থেকে তাতে শতভাগ সমর্থন করছি।
প্রধান আলোচক মোঃ আব্দুস সাত্তার মিয়া বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। মানবতার নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ববাসী রোহিঙ্গা সমস্যা সমাধানে পদক্ষেপ নেবেন বলে আমরা প্রত্যাশা করি।
সভার সভাপতি সাবিনা জাহান খুশি মাননীয় প্রধানমন্ত্রীর দেশরত্ন শেখ হাসিনার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here