
মোঃ শাহজালাল দেওয়ান : গাজীপুরের জনপ্রিয় সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের কনিষ্ঠ পুত্র, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপির ছোট ভাই জাবিদ আহসান সোহেলের শনিবার ৭ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শনিবার বাদ মাগরিব টঙ্গীর নোয়াগাও মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত এবং বাদ এশা টঙ্গী রেলস্টেশন অসহায় দিনমজুর খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের মাঝে রাতের খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সহকারী কাউসার সরকার,টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (অসি) আমিনুল ইসলাম,৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, ছাত্রলীগ নেতা রেজাউল করিম,মেহেদী হাসান কানন মোল্লা,শাহাজাদা সেলিম লিটন,যুবলীগ নেতা সোহেল রানা ও লিটন উদ্দিন সরকার প্রমুখ।
উল্লেখ্য ২০১৪ সালের ১১ জুলাই জটিল রোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাবিদ আহসান সোহেল মারা যান। সোহেল টেলিফোন অপারেটর কোম্পানী গ্রামীণ ফোন ও রবিতে উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপির ছোট ভাই । অকাল প্রয়াত জাবিদ আহসান সোহেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টঙ্গীর বাসভবন সংলগ্ন মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এয়াড়াও মরহুম জাবিদ আহসান সোহেলের গ্রামের বাড়ী হায়দরাবাদে কবর জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
