
ডেইলি গাজীপুর প্রতিবেদক : জামান মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার সকালে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, জামান মেমোরিয়াল একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি জননেতা মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমু। এসময় উপস্থিত ছিলেন হাজী পিয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, জামান মেমোরিয়াল একাডেমির গভর্নিং বডির সদস্য আকতার হোসেন দুদু, মোঃ জালাল উদ্দিন, আব্দুস সালাম মাতবর, আশেকি নূরি, ইসমাইল হোসেন, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ নুসরাত জাহান, সহকারী প্রধান শিক্ষক সালাউদ্দিন খোকন প্রমুখ।
